শহীদ তপন সরকার
শহীদ তপন সরকার ১৯৭০ সালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দর্শনা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সুরেন্দ্র নাথ সরকার, মা পুষ্প রানী সরকার। তপন কলেজ জীবন ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। পরবর্তীতে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগে ভর্তি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। ২য় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ১৯৯০ সালের ৬ই ফেব্রুয়ারি স্বাধীনতা বিরোধী চক্র ছাত্র শিবিরের আক্রমণে মেধাবী তপন শহীদ হন। উল্লেখ্য, সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন গড়ে ওঠে। সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে ছাত্র ইউনিয়নের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ । ৬ই ফেব্রুয়ারি ছাত্র শিবির ক্যাম্পাসে রক্তের খেলায় মেতে উঠলে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র শিবির সেই মিছিলেও হামলা চালায়। হামলার এক পর্যায়ে ঘাতক শিবির কর্মীরা তপনকে সামনাসামনি পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথায় নৃশংসভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সংগঠনের নেতাকর্মী সহযোদ্ধা সবাই এগিয়ে আসে তাঁর জীবন রক্ষায় কিন্তু অত্যাধিক রক্তক্ষরণে ভোর ৫টায় তপন মৃত্যুবরণ করেন । শহীদ তপন যে বিদ্যালয়ে স্কুল জীবন কাটিয়ে ছিলেন সেই দর্শনা উচ্চ বিদ্যালয়ে কমিউনিস্ট পার্টির উদ্যোগে স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয় ।