জন্মকথা

৫২’র মহান ভাষা আন্দোলনের সঠিক নেতৃত্ব দেয়ার মতো কোন ছাত্র সংগঠন সেসময় দেশে ছিল না। মুসলিম ছাত্রলীগ ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করার প্রস্তাবের বিরোধিতা করেছিল। ভাষা আন্দোলনের নেতৃত্ব তাই স্বাভাবিক ভাবেই চলে এসেছিল সচেতন ও প্রগতিবাদী ছাত্রদের হাতে। এই আন্দোলন শুধু ছাত্র সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, দেশের আপামর জনতার মধ্যে ছড়িয়ে পড়েছিল। সালাম, বরকত, রফিক, শফিক ও জব্বারের তাঁজা রক্তের বিনিময়ে আমরা পেয়েিেছলাম আমাদের প্রাণপ্রিয় বর্ণমালার মর্যাদা ও রক্তঝড়া ২১-শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’। ভাষা সংগ্রামের সফল উত্তরণের পরে ভাষা সৈনিকরা উপলব্ধি করেছিলেন, রক্তেগড়া ঐতিহাসিক এই সংগ্রামকে যথাযোগ্য পরিণতিতে এগিয়ে নিতে হলে প্রয়োজন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সাম্রাজ্যবাদ বিরোধী প্রগতিবাদী রাজনৈতিক চৈতন্যে উদ্বুদ্ধ একটি গণ ছাত্র সংগঠন। তাই ভাষা সংগ্রামের সামনের কাতারের প্রগতিশীল চিন্তা-চেতনায় উজ্জীবিত প্রধান ছাত্র নেতৃবৃন্দ, যারা অনেকেই ছিলেন দেশভাগ পূর্ব ছাত্র ফেডারেশনের উত্তরসূরী, জাতি-ধর্ম-বর্ণ-জেন্ডার রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থিকে প্রগতিশীল কর্মসূচীর ভিত্তিতে একতাবদ্ধ করতে পারে এমন একটি ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য সিদ্ধান্ত গ্রহন করেন।

আরও পড়ুন

আমাদের সব আমাদের হবে একদিন এক দ্রোহে বিপ্লবে

একটি মানবিক সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সুদূরপ্রসারী লক্ষ্যকে সামনে রেখে ছাত্র সমাজের শিক্ষাজীবনের আশু ও দৈনন্দিনের সমস্যা সমাধানের জন্য দেশবাসীর সমস্যা-সংকট দূর করার জন্য ছাত্র সমাজকে সচেতন ও সংগঠিত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের আন্দোলন ও আত্মত্যাগের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ ছাত্র সমাজ বিশেষতঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঐক্যবদ্ধ বিপ্লবী সংগ্রামের ধারা দেশ ও জনগণের শত্রুদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এতে কোন সন্দেহ নেই। কোন প্রতিক্রিয়াশীল ও গণবিরোধী গোষ্ঠী ছাত্র সমাজ এবং দেশবাসীর তীব্র আন্দোলনের মুখে টিকে থাকতে পারেনা।

অতীতের স্বৈরাচারী শাসক ও শোষকদের মতো সকল সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী সাম্প্রদায়িক, জাতীয় স্বার্থবিরোধী সকল শক্তি অবশ্যই পরাজিত হবেই। আমাদের সচেতন কর্মপ্রচেষ্টা, উদ্যম, দেশপ্রেম, আত্মদান, মেধা ও শিক্ষা দ্বারা আমরা সমাজতন্ত্রের বিপ্লবী লক্ষ্যে নতুন বিজয় ছিনিয়ে আনবোই। লক্ষ লক্ষ শহীদের আত্মদান, কোটি কোটি মানুষের যুগে যুগে লালিত স্বপ্ন বৃথা যেতে পারেনা। ভবিষ্যৎ আমাদের এবং বিজয় সুনিশ্চিত।     আরো বই পড়ুন

ব্রিগেডস এবং উইংস


ছাত্র ইউনিয়ন-যুব ইউনিয়নের শ্রমজীবী ক্যান্টিন ২০২১

বিস্তারিত দেখুন

ছাত্র ইউনিয়নের সদস্য হওয়া গৌরবের

লড়াই, সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নে যোগ দিতে নিচের সদস্য ফরম পূরণ করুন।