শহীদ মাজাহারুল হক আসলাম

শহীদ মাজাহারুল হক আসলাম ১৯৬৬ সালের ১৪ আগস্ট কেরাণীগঞ্জ থানার রুহিতপুর ইউপির কামারতা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ মোজাম্মেল হক। শহীদ মাজাহারুল হক আসলাম তিন বোনের একমাত্র ভাই। স্কুল জীবন থেকে আসলাম ছিলেন শান্ত সভ্য সদালাপী । শিক্ষকদের ভালোবাসা ও হে তাকে নতুন এক মানুষ হিসেবে গড়ে তোলে।

১৯৮৫ সালে এসএসসি পাশ করার পর তার পরিবার ঢাকার মিরপুরে বসবাস শুরু করে। শহীদ আসলাম নিউ মডেল ডিগ্রি কলেজে ভর্তি হন। স্কুল জীবন থেকেই আসলাম ভালো কিছু করার জন্য উদগ্রীব থাকতেন । শহীদ মাজাহারুল হক আসলাম মিরপুরের মনিপুর এরাকার ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন । সেখানে খুব আন্তরিকতার সাথে সংগঠনের কাজে নিয়োজিত থাকতেন পাশাপাশি নিউ মডেল ডিগ্রি কলেজে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। সেখানে তিনি ক্লাসের ফাঁকে ফাঁকে এমনকি ক্লাস মিস করেও ছাত্র ইউনিয়নের কাজে ব্যস্ত থাকতেন। কলেজ শেষে মনিপুর এলাকায় সংগঠনের কাজ শেষ করে প্রতিদিন রাতে বাসায় ফিরতেন।

থানা সংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদের কাজে নিয়মিত অংশগ্রহণ করতেন। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আন্দোলন সংগ্রামে মাঝে মাঝে অংশ গ্রহণ করতেন। প্রাত্যাহিক জীবনের প্রায় সবটুকু সময় সংগঠনের কাজে ব্যয় করতেন। ১৯৮৬ সালের ৩০ মার্চ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যারয়ে পতিত স্বৈরাচারের পোষা গুণ্ডাবাহিনীর একের পর এক অপকর্ম চালিয়ে গোটা বিশ্ববিদ্যালয়ে এক অস্থিতিশীল ও অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে। অব্যাহত হত্যাযজ্ঞের প্রতিবাদে ৩০ মার্চ বিক্ষোভ মিছিল সমাবেশ ঘোষণা করে ছাত্র ইউনিয়ন। বিক্ষোভ মিছিল চলাকালে স্বৈরাচারের গুণ্ডাবাহিনী ছাত্র ইউনিয়নের মিছিলে গুলি চালায়। এতে আসলাম গুলিবিদ্ধ হন এবং কিছুক্ষণ পর মারা যান। ঘাতকেরা হয়তো জানে না যে, আসলামদের মেরে নিঃশেষ করা যায় না। আসলামরা বেঁচে থাকে মুক্তির মন্দির সোপান তলে । বিপ্লবীদের আদর্শে চেতনায় কর্মে