শপথনামা
লাখো লাখো শহীদ যাঁরা ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজপ্রগতি, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা-মৌলবাদ ও স্বৈরাচার-বিরোধী সংগ্রামে তাঁদের শ্রেষ্ঠতম সম্পদ ‘জীবন’ কে উৎসর্গ করেছেন- তাঁদের রক্তের নামে আমরা শপথ গ্রহণ করছি যে, সেই সকল বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা লড়াই- সংগ্রাম চালিয়ে যাবো।
আমরা শপথ গ্রহণ করছি যে, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি অবিচল থেকে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র মেনে চলবো।
আমরা আরো শপথ গ্রহণ করছি যে, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে প্রয়োজনবোধে নিজেদের জীবন উৎসর্গ করবো। শিক্ষা-গণতন্ত্র-সমাজপ্রগতির লড়াইকে এগিয়ে নেবো- শহীদের স্বপ্নসাধ বাস্তবায়নে-
আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো।
শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। শহীদের রক্ত বৃথা যেতে দেবো না।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। জিন্দাবাদ।