বিজয়ের দিনে কালো কাপড় অবমুক্ত রাজু ভাস্কর্য

শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সমাজপ্রগতির লড়াই চালিয়ে যাওয়ার শপথ ছাত্র ইউনিয়নের

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে মোড়ানো কালো কাপড় খুলে ফেলে।

সংগঠনের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজা এক যৌথ বিবৃতিতে বলেন, “গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কালো কাপড়ে ঢেকে দেয়। মূলত আগের দিন পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার প্রতিবাদে মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর ছাত্রলীগ হামলা করে। এই ঘটনা ধামাচাপা দিতে ছাত্র ইউনিয়নের উপর সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্যকে কাল কাপড়ে ঢেকে দেয় এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দেখে নেয়ার হুশিয়ারি দেয়। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যকে মুড়িয়ে দেয়া কালো কাপড় খুলে আমরা ঘোষণা করছি শত শহীদের রক্তে গড়া ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাব। এর আগেও আমরা দেখেছি হাকিম চত্ত্বরে শহীদ রাজুর স্মরণে আঁকা প্রতিকৃতি মুছে দিয়েছে ছাত্রলীগ। মূলত ছাত্র ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য, লড়াইকে এরা ভয় পায় বলেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র ইউনিয়নের নাম মুছে দিতে চায়। আমরা দীপ্ত কন্ঠে ঘোষণা করছি, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আবারো ঐ একই দেয়ালে শহীদ রাজুর প্রতিকৃতি এঁকে ছাত্রলীগের দখলদারিত্বের জবাব দেব।”

এর আগে সাভারস্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ও অন্যন্য সাংগঠনিক ইউনিট ৭১ এর শহীদ স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করে।