বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দলীয় সংগীত

কথা: আকতার হুসেন
সুর : শেখ লুৎফর রহমান


আমরা তো ঐক্যের দৃঢ় বলে বলীয়ান
শোষণের কারাগার ভাঙবোই
শিক্ষার আলোকে প্রতি গৃহকোণকে
রাঙবোই আমরা তো রাঙবোই।


হাতে হাত রাখো ভাই
দৃঢ়পণে জাগো ভাই
হাতে হাত রাখো ভাই
দৃঢ়পণে জাগো ভাই।


আগে বাড়ো আগে বাড়ো
দুর্জয় দৃঢ়তায় আর নয় দেরি নয়
আমাদের হবে জয়
এসো মিলি মুক্তির পতাকায়।


আমরাতো শান্তির দুর্বার সৈনিক
শুনি না তো আহ্বান ধ্বংসের
আমরা তো আমরণ প্রগতির পক্ষে
গড়বোই বিশ্বতো সাম্যের
হাতে হাত রাখো ভাই (…)

আমরাতো স্বদেশের দুর্জয় প্রহরী
স্বদেশের মাটি তাই গরিয়ান
আমাদের অবিরাম শ্রমে আর ফসলে
ফোটাবোই স্বদেশের মুখে গান
হাতে হাত রাখো ভাই (…)

আমরা তো মিলেছি পৃথিবীর লাঞ্ছিত
সংগ্রামী মানুষের কাফেলায়
যেখানেই মুক্তির সংগ্রাম সেখানেই
আমরা তো মিলি লৌহ দৃঢ়তায়
হাতে হাত রাখো ভাই(…)৷৷