পুনরায় তফসিল ঘোষণা করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাও
আজ (১৬ নভেম্বর, ২০২০) বৃহস্পতিবার একতরফা তফসিলের প্রতিবাদ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ২৩ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে ও আন্দোলনরত গার্মেন্ট শ্রমিক হত্যার বিচারের দাবিতে বিকাল সাড়ে ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক প্রিতম ফকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক লাভলী হক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হাসান ওয়ালীসহ প্রমুখ। সমাবেশে সভাপতির বক্তব্যে দীপক শীল বলেন, নির্বাচন নিয়ে যে সংকট ও আস্থাহীনতা তৈরি হয়েছে শান্তিপূর্ণ উপায়ে তা নিরসনের উদ্যোগ না নিয়ে সরকার গ্রেফতার-দমনপীড়নের পথ বেছে নিয়ে একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে যা দেশকে আরও গভীর সংকটে নিক্ষেপ করবে। নির্বাচন কমিশনও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না থেকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে সরকারের তল্পীবাহক হিসেবে একতরফাভাবে তফসিল ঘোষণা করছে যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে অগণতান্ত্রিক পথে ঠেলে দিয়েছে।
গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য যে আন্দোলন করছে, যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য সরকার ও মালিকপক্ষ পুলিশ ও ডাবাহিনী লেলিয়ে দিয়েছে। আন্দোলনরত ৪ জন শ্রমিককে গুলি করে হত্যা করেছে সরকারের পেটোয়া বাহিনী। এভাবে শ্রমিক হত্যা করে শ্রমিকের যৌক্তিক আন্দোলনকে দমনের চেষ্টা কখনই সফল হবে না। আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধির নাযা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। একই সাথে শ্রমিকের ২০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছি। শ্রমিক হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শান্তি ও একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আয়োজনের দাবি করছি।